নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি ইট ভাঁটা থেকে প্রাচীন মুর্তি উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। পুলিশের সূত্রে জানা যায়, শনিবার (৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের দিয়ারকাজিপুর গ্রামে এসএমপি ইট ভাঁটায় শ্রমিকরা ইট বানানোর সময় মাটির নিচে প্রাচীন এই মুর্তিটি দেখতে পাই, পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনা স্থলে এসে প্রাচীন এই মুর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
মূর্তিটির ওজন ০২ কেজি ১৫০ গ্রাম। পাথরের প্লেট এর উপর খোদাই করা ছাই রংয়ের। মুর্তিটি ভাঙ্গা ৪ টুকরো অবস্থা পাওয়া যায়। আর মূর্তিটি কষ্টি পাথর কিনা বা এর মূল্য কত তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়, মুর্তিটি বর্তমান নাটোর আদালতের হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চত করে জানান নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম।