সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হারিয়ে যাওয়া ৩ লাখ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল ভাঙ্গুড়া থানা পুলিশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ মার্চ, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় হারিয়ে যাওয়ার আড়াই ঘন্টার মধ্যে ৩ লাখ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ। রোববার (৫ মার্চ) বিকালের দিকে টাকার প্রকৃত মালিক হুমায়ুন সরদারের নিকট টাকাগুলো হস্তান্তর করা হয়। হুমায়ুন সরদার মুন্সিগঞ্জ জেলা সদরের কেওয়াড় গ্রামের বাসিন্দা। তিনি ওই ৩ লাখ টাকা নিয়ে ভাঙ্গুড়ায় গরু কিনতে এসেছিলেন।

জানা গেছে, রোববার দুপুর ১২ টার দিকে পৌরসভা হারোপাড়ার একটি খামারে গরু কিনতে আসেন মুন্সিগঞ্জের হুমায়ুন সরদারসহ তিন ব্যক্তি। তারা ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড নেমে অটোভ্যান যোগে হারোপাড়া গরুর খামারের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে গরু কেনার জন্য তাদের কাছে ব্যাগে রাখা ৩ লাখ টাকাসহ ব্যাগটি অসাবধানতা বশত হারিয়ে যায়। খামারে গিয়ে তারা টাকার ব্যাগটি হারিয়েছে বলে তারা জানতে পারেন। এতোগুলো টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন টাকার মালিক হুমায়ুন।এরপর স্থানীয় গরুর খামারীদের সহায়তায় ঘটনাটি ভাঙ্গুড়া থানা পুলিশকে জানানো হয়।

খবর পাওয়ার পর পরই পুলিশ পৌরশহরের কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে অটোভ্যানটি সনাক্ত করে। পরে ওই অটোভ্যান চালকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে পুলিশ। হারিযে যাওয়া ৩ লাখ টাকা আড়াই ঘন্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়ে প্রশংসা পাচ্ছেন পুলিশ।

ভাঙ্গুড়া থানার ওসি রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে অটোভ্যানটি সনাক্ত করে হারিয়ে যাওয়া ৩ লাখ টাকার সন্ধান পাওয়া যায়। হারিয়ে যাওয়া টাকা প্রযুক্তি ব্যবহার করে ২ থেকে আড়াই ঘন্টার মধ্যে ওই ভ্যানচালকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।