ফাল্গুন চৈত্র মাস নিয়ে ভাই
বসন্ত ঋতু হয়,
বসন্ত ঋতু আসলে ধরায়
থাকেনা শীতের ভয়।
গাছে গাছে নতুন পাতা
গজায় ফুলের কুঁড়ি,
পলাশ শিমুল কৃষ্ণচুড়ায়
পাখির উড়াউড়ি।
মৌ ভ্রমর আর প্রজাপতি
ফুলে করে খেলা,
বটবৃক্ষ আর নদীর তীরে
বসে হরেক মেলা।
নাগরদোলা সাপের খেলা
ওঠে পিয়াজ ভাজি,
শিশু-কিশোর আয় ছুটে আয়
চাইলে খেতে আজি।