বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে মন্দির প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে লীলা কির্তনের শুভারম্ভ ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
এ উপলক্ষ্যে আজ সন্ধ্যায় অধিবাস কির্তনের মধ্যদিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে রাস মঞ্চে রাধা-কৃষ্ণের বিগ্রহ স্থাপন করে পূজা-অর্চনা শুরু হয়।
তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ জানান, তাড়াশে রাধা গোবিন্দ মন্দিরটি ১১০৫ বঙ্গাব্দে নির্মাণ করা হয়। দুই একর ছয় শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত মন্দিরটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
তাড়াশ সনাতন সংস্থার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান, প্রতি বছরের ন্যায় এবারো ১৭ ফাল্গুন অধিবাস কির্তনের মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী অষ্টকালীন লীলা কির্তন শুরু হবে।
তাড়াশ সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন দাশ জানান, ৫ দিনব্যাপী অষ্টকালীন লীলা কির্তনে দূর দূরান্ত হতে নানা বয়সী ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় উৎসব এলাকা।
তাড়াশ সনাতন সংস্থার সভাপতি সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনাতন দাস এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও নজরুল ইসলাম বাচ্চু, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ সান্ন্যাল, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।