একটি স্বাধীন নিশান পেতে
একটি স্বাধীন নিশান,
দেশে দেশে করছে লড়াই
কত যুবক কিষাণ।
কত নারী মান হারিয়ে
মন যে করে ক্ষত,
নিশান পেতে দ্যায় যে ওরা
জীবন শত শত।
নারীর বুকের ধন ছেলে আর
মাথার মুকুট স্বামী,
নিশান পেতে হারায় কত
জানে অন্তর্যামী।
দেশের হাজার নারী-পুরুষ
ঐক্যে দল যে বাধে,
নিশান পেতে লড়াই করে
কাঁধে মিলে কাঁধে।
রক্ত জীবন মান দিয়ে সব
নিশান পেয়ে হাসি,
দেশের সকল মানুষ মোরা
নিশান ভালোবাসি।