সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-ভাঙ্গুড়ায় সেরা শরৎনগর সরকারি প্রা:বিদ্যালয়, ১৩টি ট্যালেন্টপুলে বৃত্তি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এবারও সেরা হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গলবার অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ হবার সঙ্গে সঙ্গে এই স্কুলের শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফলে এখান থেকে ১৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এটাই উপজেলার মধ্যে সেরা ফলাফল। এছাড়া এই বিদ্যালয়ের আরো ৭ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

 

দ্বিতীয় স্থানে রয়েছে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে ৬টি ট্যালেন্টপুল ও ১৩টি সাধারণ গ্রেডে বৃত্তি অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।

 

শরৎনগর প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত মরিয়ম রাফিয়া আফরিন,নওশিন নুজহাত ও মোহাম্মদ মাহি বলেন,বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা ম্যাডামের বিশেষ তত্তাবধানের কারণে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

 

প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা জানান, “আমরা খুব খুশি কারণ আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। তিনি আরো বলেন,করোনার পুর্বে সর্বশেষ ২০১৯ সালে শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংখ্যাধিক বৃত্তি পেয়ে উপজেলার সেরা স্থান লাভ করেছিল। ভালো রেজাল্ট অর্জনের ক্ষেত্রে তিনি বিভাগীয় কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগীতাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি মো: জহুরুল ইসলাম(সাবেক কাউন্সিলর)বলেন,শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা বিশেষ করে হেড ম্যাডাম ইভা খন্দকারের সুদক্ষ পরিচালনায় সুশৃংখল পরিবেশ,বিদ্যালয় শুরুর এক ঘন্টা আগে পিছিয়ে পড়াদের নিয়ে তার বিশেষ ক্লাশ গ্রহন,শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে তার শক্ত অবস্থান – এ সব কিছুই ভালো রেজাল্টে ভুমিকা রেখেছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: হাসান আলী(সংশ্লিষ্ট ক্লাষ্টারের অফিসার)বলেন,এই বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের পারফরমেন্সে তারাও খুশি। বিশেষ করে প্রধান শিক্ষক হাবিবা খন্দকারের আন্তরিক প্রচেষ্টা,শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাশ গ্রহন ও সহপাঠক্রমিক কার্যক্রমে তার অবদান অনস্বীকার্য।

 

উপজেলা শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ ভালো রেজাল্টের জন্য শরৎনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বলেন,এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সকল কর্মসূচীতেও অংশ নিয়ে ভালো করে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বৃত্তি পরীক্ষায় শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করায় শিক্ষক,শিক্ষার্থী সবাইকে তিনি শুভ কামনা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।