শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ন্দাইলে সালিশ বৈঠকে মারামারিতে প্রাণ গেল যুবকের 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলে  সালিশ বৈঠকে শেষে বাড়ি ফেরার পথে দুপক্ষের মারামারিতে আঃ রাজ্জাক (৩০)নামে এক যুবক নিহত হয়েছে। উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আত্নারামপুর গ্রামে গত রাত এগারোটার এই ঘটনা ঘটে। সে একই গ্রামের মৃত মাইজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্নারামপুর গ্রামের আওয়ালের ছেলে আলম মিয়া বছর খানেক পূর্বে একই উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এই বিষয়ে সমাধানের জন্য গতরাতে দশটার দিকে স্থানীয় মধুপুর বাজারে সালিশ দরবার অনুষ্ঠিত হয়। বৈঠকে কোন সমাধান না হওয়ায় উভয় পক্ষ বাড়ি ফিরে আসার পথে আত্নারামপুর গ্রামে এসে উভয় পক্ষের মধ্যে প্রথমে  কথা-কাটাকাটি – হাতাহাতি পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা   ঘটে।এসময় দুপক্ষের মারামারি ফিরাতে আসে আঃ রাজ্জাক।এক পর্যায়ে  পতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে তৎক্ষণাৎ তার স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি করার পূর্বেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ভগ্নীপতি আঃ মোতালেব জানান,স্থানীয় আঃ  জব্বার, সাইফুল ইসলাম গংদ্বয় এই হত্যাকান্ডের সাথে জড়িত। নিহত আঃ রাজ্জাকের ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি সন্তান প্রতিবন্ধী এমন একটি নির্মম হত্যাকান্ডের ঘটনায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করছি।
এবিষয়ে নান্দাইল মডেল থানার  অফিসার ইনচার্জ  ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো কাওকে আটক করা যায়নি আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।