বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার হাওলাদার বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এক ব্যক্তির কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আরও একটি কবরের কঙ্কাল চুরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা কবর খোঁড়া দেখে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছে। ওসি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, কাশিপুরের হাওলাদার বাড়ির মৃত আব্দুস ছত্তার হাওলাদারের কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে। ২০১৭ সালে ৬৩ বছর বয়সের ছত্তার হাওলাদার মৃত্যুবরণ করেন। এসআই আরও জানান, কঙ্কাল চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি