পাবনা সদর উপজলোয় “ক” শ্রেণীর ভূমিহীন-গৃহহীন পরিবার শতভাগ পুর্নবাসন ও ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
রবিবার ২৬ শে (ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময সভায় বক্তারা উপজেলায় “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরবিার শতভাগ পুর্নবাসন ও ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আল মামুন। মত বিনিময় সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক,এনজিও,ও সমাজ কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী র্কমর্কতা তাহামিদা আক্তার।
উল্লেক্ষ্য গত বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলায় “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার শতভাগ পুর্নবাসন ও ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা উপলক্ষে এক মত বিনিময় সভা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী র্কমর্কতা তাহামিদা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, সাংবাদিক, শিক্ষক, এনজি ও সমাজ কর্মী সহ বিশিষ্ঠ নেতৃবৃন্দ।