মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোর জেলার অভয়নগর উপজেলায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৫ জনের। এ পর্যন্ত উপজেলায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২২১ জন। মহামারী এ ভাইরাসে উপজেলায় প্রান কেড়ে নিয়েছে ৬ জনের। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ আক্রান্তরা হলেন পাঁচকবর এলাকার ফিরোজা (৬৫), বুইকরা গ্রামের জাহিদুল ইসলাম (৩৪), প্রেমবাগ গ্রামের মেহেদী (৩৪), দূর্গাপুর গ্রামের কাকলী চ্যাটার্জী (৪২), সিরাজকাঠি গ্রামের মফিজুর রহমান (৪৩)।