শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
গাইবান্ধার পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ ফেব্রুয়ারী রোববার পলাশবাড়ী থানা ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব তথ্য তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা ৷
এসময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) শুভ্র দেব, অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, এসআই (নিঃ) মোঃ আঃ মান্নান, মিজানুর রহমান, রাজু ইসলাম সহ থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনায় জেলা পুলিশ অপরাধ রোধকল্পে নিয়মিত অভিযানের অংশ হিসাবে পলাশবাড়ী থানা পুলিশ ২৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১.৫৫ ঘটিকায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ ০১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের অনুমান ২০০ গজ দক্ষিনে জনৈক তপন কুমার রায়ের বসত বাড়ীর পশ্চিমে রংপুর হইতে বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর টু গুড়া গামী যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব -১৫-৭০১০ গাড়ীটি নিয়ে চেকিং করাকালে আসামীগনের হেফাজত হইতে বর্ণিত মাদকদ্রব্য ২৪ কেজি গাঁজা দিয়ে তৈরী তিনটি কয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদ রানা, এসআই(নিঃ) আঃ মান্নান সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানা পুলিশ আসামীদের মানকদ্রব্য সাজার বিষয়ে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন উক্ত উদ্ধারকৃত গাঁজাগুলো কুড়িগ্রামের জেলার নাগেশ্বরী পশ্চিম রামখানা গ্রামের মোঃ আব্দুল আজিজ মিয়া(২৫), পিতা- মোঃ সোলেমান মিয়া, মাতা- আম্বিয়া বেগম এর নিকট হইতে বহন করার জন্য একে অপরের সহায়তায় বর্ণিত গাঁজাগুলো বাসযোগে বগুড়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট নিয়ে যাচ্ছিল বলে জানায়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাশবাড়ী থানার মামলা নং-২৮, তারিখ- ২৬/২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। নাগেশ্বরী থানার পশ্চিম রামপুরা গ্রামের দুলাল হোসেনের ছেলে ১। মোঃ জসিম আলী (২২),আলাউদ্দিন মিয়ার ছেলে ২। মোঃ আতিকুর রহমান (২৫), একই জেলার ফুলবাড়ী থানা বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ৩। মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাকির (২০)। এর সাথে জড়িত আরো একাধিক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে৷

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।