রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রেসক্লাব যশোরে চৌগাছা উপজেলা ছাত্রলীগ সভাপতির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২০

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

একের পর এক হত্যাপ্রচেষ্টা এবং হত্যাপ্রচেষ্টা মামলার আসামিদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের পরিবার।   সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে প্রয়োজনে স্বপরিবারে রাজনীতি থেকে দূরে থাকতে চান আজীবন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এই পরিবারটি। গত বৃহস্পতিবার প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনে ঘোষনা দিয়ে রাজনীতি থেকে দূরে থাকার কথাও জানিয়েছেন ইব্রাহিম হোসেনের বড় ভাই জাহিদুর রহমান মিলন। সংবাদ সম্মেলনে জাহিদুর রহমান মিলন বলেন, আমাদের পুরো পরিবার সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত।

 

আমার বাবা আবদুল খালেক চৌগাছা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি। আমি নিজে চৌগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ছোট ভাই ইব্রাহিম হোসেন চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ২০১৫ সালের ১৬ জুলাই আমার ভাই ইব্রাহিম হোসেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই ২১ মামলার আসামী, গোয়েন্দা পুলিশের তালিকাভূক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ি শামীম রেজা ওরফে গলাকাটা শামীম আমাদেরকে প্রতিপক্ষ ভেবে একাধিকবার সন্ত্রাসী হামলা, অত্যাচার-নির্যাতন শুরু করে। লিখিত বক্তব্যে মিলন দাবী করেন সন্ত্রাসী শামীমকে ভয় করেনা এমন কোনো লোক উপজেলাতে নেই। অত্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রমান হিসেবে শামীম রেজা ও পারভেজের সকল মামলার কাগজপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন মিলন।

 

তিনি বলেন গালকাটা শামীম শুধু সন্ত্রাসী কর্মকান্ড করেই ক্ষ্যান্ত থাকে না। স্বার্থে ব্যাঘাত ঘটলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্ন সন্মানী লোকের সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করে তাদের সন্মানহানী করে। এলাকায় আধিপত্য বিস্তার ও প্রভাব বজায় রাখতে অর্থ উপার্জনে মাদক ও অস্ত্রের ব্যবসা করে শামীম। শামীমের মাদকের ব্যবসা তার ছোট ভাই ফয়সাল দেখাশোনা করে বলেও জানান তিনি। ২০১৭ ও ২০১৯ সালে গাল কাটা শামীম বাহিনী একাধিকবার আমার ভাইয়ের ওপর হামলা চালায়। তাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করে বারবার ব্যর্থ হয় সন্ত্রাসী শামীম। আমার ভায়ের উপর সন্ত্রাসী হামলায় ভাইকে না পেয়ে আমার বৃদ্ধ বাবাকে মেরে ডান হাত ভেঙ্গে দেয় তারা। জাহিদুর রহমান মিলন বলেন, সর্বশেষ চলতি বছরের ১০ জুলাই শামীমের নেতৃত্বে বেড়গোবিন্দপুরের পারভেজসহ ১৩ জন সন্ত্রাসী আমার ভাই ও তার বন্ধু মিঠুনের ওপর হামলা চালায়। সে হামলায় শামীমের দায়ের কোপে আমার ভায়ের পায়ের রগ কেটে যায়।

 

তারা দুজনই বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আমি মামলা করি। তিনি বলেন, এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে আমার পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে শামীম বাহিনী। আমার পুরো পরিবারটি ধ্বংস করার পাঁয়তারা চালানো হচ্ছে।   আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। আমরা এই সন্ত্রাসী শামীম,পারভেজসহ এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি চাই। সংবাদ সন্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন ইব্রাহিমের বাবা আবদুল খালেক, মা জহুরা বেগম, বোনের ছেলে সজল আহমেদ, প্রতিবেশী মাহিন বিশ্বাস প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।