সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ এর সামনে খেলার মাঠে সরিশা ক্রয় বিক্রয়ের জমজমাট হাট বসেছে। প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার সকাল ৮ টা দুপুর ২ টা পযন্ত জমজমাট ভাবে বসে। এই হাটে এলাকার দূরদূরান্ত বিভিন্ন অঞ্চল থেকে গ্রামীন কৃষকেরা তাদের উৎপাদিত ফসল সরিসা ক্রয় বিক্রয় করতে আসে। এবং অতি সহজে সঠিক মুল্যে সরিসা বিক্রি করে হাট থেকে প্রয়োজনীয় অনান্য চাহিদা মত পন্যসামগ্রিই ক্রয় করে ফিরে যায় নিড়ে। ব্যাবসায়ী বাচ্চু মিয়া , শহিদুল ইসলাম বলেন কোয়ালিটি বুঝে সরিসার দাম হয়ে থাকে। তবে বর্তমানে এবছর দাম অনেক ভালো। প্রতিমন সরিসা ২৫০০ – ৩০০০/- টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে।
এদিকে কৃষক ইউনুস আলী বলেন সরিসার দাম মোটামুটি ভালো পাওয়ায় আমাদের ধান চাষের খরচ মেটাতে অনেকটাই উপকারে আসছে এবং প্রয়োজনীয় সাংসারিক চাহিদাও মেটাতে অনেক উপকার হচ্ছে।
এবং আবহাওয়া অনুকূলে থাকায় সরিসা মাড়াই থেকে বাজারজাত করতে কোন অসুবিধা হয়নি। তবে দাম ও পরিস্থিতি ভালো থাকলে আগামীতে কৃষক আরও সরিসা চাষের জন্যে আগ্রহী হয়ে উঠবে।
এদিকে স্থানীয় কৃষি অফিসার মুন্জুরুল ইসলাম বলেন সরিসা চাষের জন্যে কৃষি অফিস সর্বসময় কৃষকের পাশে আছে এবং থাকবে ও কৃষি লাভবানে সকল পরামর্শ দিয়ে যাবে।