শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ছলনা – মো:মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
হৃদয়, সে তো মস্ত স্বাধীন!
ফাল্গুনের আগুনে জ্বলছে দেহ চিত্ত দাও দাও।
দেহ মন কখনো শান্ত, কখনো অশান্ত;
চোখে মুখে বড্ড হাসি,
হঠাৎ চোখের জলে অগ্নি, ছারখার করে ছলনা।