নাটোরের সিংড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. নজরুল ইসলাম ঝন্টু, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইফতেখারুল ইসলাম।
প্রদর্শনীতে ৩৫টি ষ্টলে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর প্রদর্শনসহ প্রাণীসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে ৪ ক্যাটাগরিতে ১২ জনকে পুরষ্কৃত করা হয়।