রবিবার , ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিএম কলেজের ছাত্রী সুমনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

প্রিয় পাঠক, সরকারি বরিশাল বজ্রমোহন (বিএম) কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্রী সুমনা পারভীন অন্তু দীর্ঘ সাতবছর ধরে অজানা জটিল রোগে আক্রান্ত হয়ে এখন বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বরিশাল, ঢাকাসহ বিভিন্নস্থানে চিকিৎসা করিয়েও সুমনার রোগ বা অসুস্থতার কারণ খুঁজে বের করতে পারেননি চিকিৎসকরা।
এমনকি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বোর্ড গঠন করেও সুমনার রোগের কারণ খুঁজে পাননি। সবশেষ চিকিৎসকেরা সুমনাকে বিদেশ নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে সুমনার অসহায় পরিবার সর্বস্ব খুঁইয়ে আরো নিঃস্ব হয়ে পরেছেন। তাই বিদেশে চিকিৎসাতো দূরের কথা বর্তমানে একমাত্র অর্থাভাবে দেশের সবধরনের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। তাই বিনাচিকিৎসায় এখন মৃত্যুর প্রহর গুনছেন মেধাবী ছাত্রী সুমনা পারভীন অন্তু। তাই সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ্য হতে সকলের কাছে হাত পেতেছেন মেধাবী ছাত্রী সুমনা।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা দিনমজুর জয়নাল আবেদীনের মেয়ে সুমনা উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ্য হয়ে দেশ সেবা করতে চান। ২০১৭ সালের প্রথমার্ধে সুমনা তার মেরুদন্ডে ব্যাথা অনুভব করেন। ২০১৯ সালে এই ব্যাথা প্রচন্ড আকার ধারন করে। তখন বরিশালের বেশ কয়েকজন চিকিৎসক তার চিকিৎসা করেন। তারা ওষুধ দেন, সে অনুযায়ী ওষুধ সেবন করে সুমনার অসুস্থ্য শরীরের কোন পরিবর্তন আসেনি। পরবর্তীতে ঢাকায় চিকিৎসা করান সুমনার পরিবার। তাতেও কোন সুফল আসেনি। এমনকি চিকিৎসকরা বোর্ড বসিয়েও সুমনার রোগ নির্ণয় করতে পারেননি। সর্বশেষ চিকিৎসকরা সুমনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু টানা সাত বছর চিকিৎসা করাতে গিয়ে সুমনার দিনমজুর বাবা সর্বস্ত্র খুঁইয়ে এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পরেছেন। যেকারণে একমাত্র অর্থাভাবে মেয়েকে (সুমনা) বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোর আশা ছেড়ে দিয়েছেন।
কিন্তু আত্মবিশ্বাসী মৃত্যুর প্রহরগোনা মেধাবী ছাত্রী সুমনা পারভীন অন্তর বিশ্বাস সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও মানবিক প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সে পুরোপুরি সুস্থ্য হবেন। এজন্য তিনি সকলের কাছে হাত পেতেছেন।
বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমরা সুমনার জন্য পাসপোর্ট তৈরি করে দিয়েছি। কিন্তু সুমনার পরিবারের সক্ষমতা নেই যে, তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবেন। তাই বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে মেধাবী ছাত্রী সুমনাকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার জন্য জোর আহবান করছি।
সাহায্য পাঠানোর ঠিকানা: সুমনা পারভীন, হিসাব নাম্বার: ০৩০৯৫০১০২৩২২৯, সোনালী ব্যাংক, বিএম কলেজ শাখা, বরিশাল। সরাসরি যোগাযোগ: ০১৭২৩-৭৪২১৭৫ (বিকাশ) অথবা ০১৯৮৬-৬৮৫৪১৩ (নগদ)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।