মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাটমোহরে প্রাইভেট কার ছিনতাই

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

পাবনার চাটমোহর-মান্নাননগর সড়কে যাত্রীবেশে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের কুজোর মোড় এলাকায় এ ঘটনা ঘটলেও এখনো প্রাভেট কারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, বুধবার যাত্রীবেশে তিন জন ছিনতাইকারী সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার আকন্দ পাড়ার রওশন আকন্দের ছেলে ফারুক আকন্দ’র ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১৯ ২৪ ৩৬ নং এক্স করোলা (সাদা রঙের) প্রাাইভেট কারটি সিরাজগঞ্জ রোড থেকে ভাড়া করে যাত্রীবেশে চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে সিরাজগঞ্জ ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে কুজোর মোড় এলাকায় পৌছে বাথরুম করার কথা বলে গাড়ি থামায়। এসময় একজন ছিনতাইকারী কারের চালক ফারুককে চাকু মেরে ও মারপিট করে আহত করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কোন লিখিত অভিযোগ পাইনি। গাড়িটি উদ্ধারের জন্য পুলিশের টিম কাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।