পাবনার চাটমোহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদিন বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন সকালে শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।
প্রতিষ্ঠানের সভাপতি মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে সংক্ষি প্ত বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু, জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মগরেব আলী, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রমূখ।
এসময় হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিঞা, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও উক্ত প্রতিষ্ঠানরে শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩