নাটোরের নলডাঙ্গা উপজেলায় আদ দাওয়াহ ইলাল্লাহ কুরআন শিক্ষা কেন্দ্রের ১৬ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২১ ফেব্ররুয়ারি) বিকেলে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদা খলসী সোনার জামে মসজিদে আদ দাওয়াহ ইলাল্লাহ কুরআন শিক্ষা কেন্দ্রের আয়োজনে কোরআন মাজিদ পড়া শেখা ১৬ শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, দাওয়াতুল ইসলাম সালাফি মাদ্রাসার পরিচালক হানজালা বিন ওমর ফারুক, দাওয়াতুল ইসলাম সালাফি মাদ্রাসার সভাপতি মমতাজ হাসান, মসজিদের ইমাম মোঃ সুমন হায়দার, হাফেজ মোঃ আব্দুল মতিন, অত্র ওয়ার্ডের ইউঃপিঃ সদস্য মোজ্জামেল হক, শিক্ষার্থী, অবিভাবক ও এলাকার ধর্মপান মুসলিগণ।