বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার জান,
বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা
মহান প্রভুর দান।
বাংলা ভাষায় পড়ি লেখি
করি নানান খেলা,
বাংলা ভাষা কোনো সময়
করব না ভাই হেলা।
শফিক জব্বার সালাম তাঁদের
প্রাণের বিনিময়,
বাংলা ভাষার বিজয় আনে
নেই যে তাঁদের ক্ষয়।
বাংলা ভাষি সকল মানুষ
তাঁদের কাছে ঋণি,
তাঁদের আত্নত্যাগের কথা
ভুলবো না কোনোদিনি।।