মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় পরিবেশ সম্মত উপায়ে পণ্য না রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বড়াল ব্রিজ রেল স্টেশন বাজার, ভাঙ্গুড়া বাজার, শরৎ নগর বাজার এলাকায় বিভিন্ন দোকানে এই আদালত পরিচালনা করে জরিমানার আদেশ দেন।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠান গুলিতে পণ্যের মূল্য তালিকা না থাকা, অনুমোদিত লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, অপরিস্কার ও অপরিচ্ছন্ন ,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ১৩ জনকে ২৭ হাজার টাকা,অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় ৭ জনকে ২৫ হাজার টাকা, ১৮৮ ধারায় ১ জনকে ১ হাজার টাকাসহ ৫৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. রাশিদুল ইসলাম, ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানার সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন , ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।