বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাণ্ডে বিরক্ত অতিথিরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সময় জ্ঞান না থাকার অভিযোগ করেছেন গণমাধ্যামকর্মী, জনপ্রতিনিধি, পুলিশ প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সকাল সাড়ে ১০টায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে অবহিতকরণ সভা ডাকেন তিনি। চিঠিতে দাওয়াত পাওয়া ব্যক্তিরা উপস্থিত হলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম লিমা যথাসময়ে না আসায় অতিথিরা ফিরে যান। বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করছেন অনেকেই।

জানা যায়, রোববার ওই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধিজনদের চিঠি পাঠিয়ে দাওয়াত করেন। যেখানে সময় উল্লেখ ছিল সকাল সাড়ে ১০টা ও স্থান নির্ধারণ করা হয়েছিল স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুম। চিঠি পাওয়া স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ সমাজে সুশীল ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে হলরুমে উপস্থিত হলেও স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত না হওয়ায় তারা বিরক্ত হয়ে ফিরে যান। এ সময় ওই স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্নজন ফোন করলেও তিনি তা রিসিভ করেন নাই। নির্দিষ্ট সময়ের প্রায় দুই ঘণ্টা পরে স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত হয়ে তড়িঘড়ি করে দায়সারাভাবে অনুষ্ঠান শেষ করেন।

নির্দিষ্ট সময়ে এসে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে অপেক্ষায় থাকা ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ে এসে আধা ঘণ্টা ধরে বসে আছি। স্বাস্থ্য কর্মকর্তা কখন আসবেন জানা নেই।’

ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ বদরুল আলম বলেন, ‘সাড়ে ১০টায় আসার জন্য চিঠি দিয়ে স্বাস্থ্য কর্মকর্তার খোঁজ নেই। ফোন দিলেও রিসিভ করেননি। তাই অনুষ্ঠান বর্জন করি।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম বলেন, ‘সাড়ে ১০টায় চিঠি ইস্যু করেছি বিষয়টি খেয়াল ছিল না। তাই জুম মিটিংয়ে ব্যস্ত ছিলাম। বিষয়টি অনাকাঙ্ক্ষিত, ভুল হয়েছে।’

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ