এস এম সোহাগ রানা: তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী বাজারেপার্শ্ববর্তী মানিকহার মল্লিকপাড়ায় -হারুন অর রশিদ,এর স্ত্রী নাসরিন সুলতানা (৩৪) (সাবেক মেম্বর),-আঃ রউফ মেয়ে। উক্ত থানার তথ্য সূত্রে জানা যায় (১৭ই জুলাই) বেলা ১১.৩০ ঘটিকার সময় কোভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ আসে। অনুমান ১২.৩০ ঘটিকায় পাটকেলঘাটা থানা পুলিশ (কুইক রেসপন্স টিম) উক্ত গ্রামে সরেজমিনে উপস্থিত হইয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত নাসরিন সুলতানা এর পিতার বসত বাড়ী সহ আশে পাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করেন।
এসময় পাটকেলঘাটা থানা পুলিশ কোভিড-১৯ সংক্রান্তে সরকারী সকল প্রকার আদেশ ও নির্দেশনা শোনান। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহব্বান জানানো হয়।