বরিশালের আগৈলঝাড়ায় পুত্র এবং পুত্রবধুদের নির্মম নির্যাতনের শিকার হয়ে আহত হওয়া সেই বিধবা মাতার দায়ের করা মামলায় দুই পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার জোপারপাড় গ্রামের সুরেশ রায়ের বিধবা স্ত্রী সুশীলা রায় (৬৫) এর দায়ের করা মামলার বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, নয় বছর পূর্বে দিনমজুর স্বামীর মৃত্যুর পর বড় ছেলে শংকর রায় ও মেঝ ছেলে ঝন্টু রায় তার কোন ভরণ পোষণ দেয়নি। ছোট ছেলে কাঠমিস্ত্রি মন্টুর সাথে জীবন যাপন করছেন তিনি। ভরণ পোষণ না দিলেও শংকর ও ঝন্টু তার কাছ থেকে ধার নেয়া টাকা চাওয়ায় ছেলে ও তাদের বউরা তাকে মারধর করে আসছিলো। তাদের সাথে নির্যাতন চালাতে সামিল হতো ভাসুর পুত্ররা। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক ডাকা হলেও নির্যাতনকারী ছেলে শংকর ও ঝন্টু কোন বৈঠকেই উপস্থিত হয়নি। গত ৩ ফেব্রুয়ারি শংকর, ঝন্টু, একইবাড়ির তুষার রায়সহ অন্যান্য আসামীরা অমানুষিক নির্যাতন চালিয়ে বৃদ্ধা সুশীলাকে রক্তাক্ত জখম করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সুস্থ হয়ে বাড়ি ফিরলে ছেলেরা ও তাদের স্ত্রীরাসহ ভাসুরের ছেলেরা তাকে বুধবার হত্যার উদ্যেশ্যে হামলা চালিয়ে তার ২ লাখ ৩৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বৃদ্ধা মা সুশীলা রায় বাদী হয়ে বুধবার বিকেলে নির্যাতনকারী ছেলে, তাদের দুই স্ত্রী, ভাসুরের ছেলেসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার রাতে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই তারিকুল ইসলাম নির্যাতনকারী ছেলে শংকর রায় (৪৫) ও ঝন্টু রায়কে (৩৫) গ্রেফতার করেছে।
অন্যদিকে বুধবার রাতে রাজিহার গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হাকিম সিকদারের ছেলে ননজিআর ২০/২২মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কাদের সিকদারকে গ্রেফতার করেছে এএসআই সুব্রত চন্দ্র রায়। গ্রেফতারকৃত দুই ছেলে ও কাদেরকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় বৃদ্ধা বিধবা মা’কে নির্যাতনকারী দুই ছেলে গ্রেফতার
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩