সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে মঙ্গলবার সকালে নবরত্ন মন্দির ও পাঁচিলা এলাকায় তাঁতপল্লী পরিদর্শন করেন বিদেশি পর্যটকেরা। বিদেশি পর্যটকেরা দুই প্রাচীন প্রত্নতাত্তিবক নিদর্শন পরিদর্শন করেন বলে জানা যায়। এরা ছিলেন সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির এক নাগরিক। পর্যটকেলা গত ৩ ফেব্রুয়ারি ভ্রমণতরী ‘গঙ্গা বিলাস’ জাহাজে ভারত থেকে বাংলাদেশে আছেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেন জানান, উল্লাপাড়ায় পর্যটকদের ভ্রমণে প্রশাসন থেকে নিরাপত্তাসহ সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। ভ্রমণ এজেন্সি জার্নি প্লাসের জ্যেষ্ঠ নির্বাহী সাহেদ হাসান জানান, বিদেশি এই পর্যটক দল সুন্দরবন ও বরিশালের কয়েকটি প্রাচীন স্থাপনা পরিদর্শন শেষে সোমবার রাতে সিরাজগঞ্জে আসেন। তাদের ভ্রমণ কার্যক্রম সমন্বয় করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তৌফিক হাসান।