গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২ তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক দুর্নীতি দমনের কমিশনার ও পাবনার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা মুহাঃ সাহাবুদ্দিন চুপ্পু কে আওয়ামী লীগ কর্তৃক মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে আনান্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে, বিশাল আনান্দ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, মিষ্টি বিতরণ ও আওয়ামী কার্যালয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।এ সময় আরো বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য আনোয়ারা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ। ক্যাপশন: পাবনার সুজানগরে সাহাবুদ্দিন চুপ্পু কে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় আনান্দ মিছিল।

মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সাহাবুদ্দিন চুপ্পু কে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় সুজানগরে আনান্দ মিছিল
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩