বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আটঘরিয়া উপজেলা বাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
সোমবার(১৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটার সময় আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় আনন্দ মিছিলটি আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে আটঘরিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চের সামনে এসে মিষ্টি বিতরন ও দোয়া অনুষ্ঠিত হয়।
দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় আনন্দ মিছিল হয়েছে আটঘরিয়ায়। এতে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের মানুষ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন,
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান,
সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহা, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারন সম্পাদক সাবান হোসেন,
মহিলা আওয়ামী সভাপতি সভাপতি উম্মে কুলকুল আরা বিউটি, সাধারণ সম্পাদক শেফালী খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি পামেলা খাতুন, সাধারণ সম্পাদক পপি খাতুন,
ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, ছাত্র লীগের সাবেক সভাপতি বাঁধন, যুবলীগ নেতা নাসিম সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব বৃন্দ।
মোহাম্মদ সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায় (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। তার বাবা শরফুদ্দিন আনছারী ব্যবসায়ী ও মাতা খায়রুন্নেসা গৃহিণী ছিলেন। চার ভাই ও ছয় বোনের মধ্যে তিনি সবার বড়। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।