সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন এর ঐতিহ্যবাহী স্কুল হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়েছে গত ১৩ ই ফেব্রয়ারী। বিদ্যালয়টিতে বর্তমানে ৬ষ্ট শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে নয় শত ছাত্র ছাত্রী অধ্যায়ন রত রয়েছে । উক্ত বিদ্যালয় এর অবকাঠামোগত উন্নয়ন থাকলেও ছিল না একটি শহীদ মিনার । উক্ত শহীদ মিনার স্থাপন এর এক বিশেষ উদ্যোগ গ্রহন করেন বিদ্যালয় পরিচালনা কমিটি । বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান এর পাশাপাশি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে একটি শহীদ মিনারের বিশেষ প্রয়োজন । তাই উক্ত শহীদ মিনারের বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভায় গৃহীত হয় যে আমরা আমাদের ঐতিহ্যবাহী এবং সুনামধন্য হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয় এ আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি শহীদ মিনার স্থাপন করবো ।
অতঃপর গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এর উদ্দেশ্যে অদ্য সকাল ১১ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে একটি শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । উক্ত শহীদ মিনারের ভিত্তি প্রস্তর করার সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম (চেয়ারম্যান ২নং বাগবাটী ইউনিয়ন পরিষদ ), বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎ সাহি সদস্য এবং বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রায়েল তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এবং বাগবাটী ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী সঞ্জীব কুমার কর্মকার, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য জনাব মোঃ মোকাদ্দেস হোসেন প্রমূখ ।