শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাকরির প্রলোভনে চার যুবকের সাথে প্রতারনা দুই কর্মচারীর বিরুদ্ধে৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

চাকরির প্রলোভনে কৌশলে চার যুবকের কাছ থেকে ৪২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক রিয়াজুল ইসলাম ও জেলা জজ কোর্টের পিয়ন ফোরকান হোসেন। প্রতারনার মাধ্যমে নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে তারা এ বিপুল অংকের টাকা গ্রহণ করে আত্মসাত করেছেন।

চাকরি না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে প্রতারিত চার যুবককে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রথীন্দ্রনাথ রায় নামের এক ভূক্তভোগী জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেও কোন সুফল পায়নি। ফলে উপায়ন্তু না পেয়ে রথীন্দ্রনাথ রায় অভিযুক্ত দুই প্রতারকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

এতে ক্ষিপ্ত হয়ে সরকারী কর্মচারী ওই দুই প্রতারকের ভাড়াটিয়া সন্ত্রাসীরা মামলা প্রত্যাহারের জন্য রথীন্দ্রনাথ রায়কে ভয়ভীতির পাশাপাশি কয়েকবার অপহরনের চেষ্ঠা করেন। ফলে ভাড়াটিয়া সন্ত্রাসীদের ভয়ে গত কয়েকদিন থেকে নিজ এলাকা পিরোজপুর থেকে পালিয়ে বরিশাল শহরে আশ্রয় নিয়েছেন ভূক্তভোগী রথীন্দ্রনাথ রায়।

সোমবার সকালে চাকরির প্রলোভনে প্রতারনার শিকার হয়ে নিঃস্ব হয়ে পরা ভূক্তভোগী রথীন্দ্রনাথ রায় অভিযোগ করে বলেন, পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আরএম শাখার অফিস সহায়ক রিয়াজুল ইসলাম ও জেলা জজ কোর্টের পিয়ন ফোরকান হোসেন পরস্পর যোগসাজসে আমি, শন্তু মন্ডল, শিপু ঘরামীসহ চারজনকে জেলা জজ কার্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাধ্যমে মোট ৪২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক রিয়াজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি চাকরির প্রলোভনে টাকা আত্মসাতের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও এ প্রতিবেদকের সাথে সমঝোতা করার প্রস্তাব দিয়ে রির্পোট না করার অনুরোধ করেন। অপর অভিযুক্ত পিরোজপুর জেলা জজ কোর্টের পিয়ন ফোরকান হোসেন বলেন, টাকা আত্মসাতের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে পুরো বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমানিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।