পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক ও ৬১তম এ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সহ বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আগের দিন রবিবার দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল করিম ও সার্বিক পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।