সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লামায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান)প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় ৬৩৫ পিস ইয়াবাসহ ২ জনকে যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার? ১৭ জুলাই) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঠান্ডারঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালি ক্যাম্পের বাসিন্দা (১) গোলাম সোবহানের ছেলে মো. আয়াজ (২৬) ও চকরিয়া উপজেলার গর্জনতলী কোটখালী গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে কামাল হোসেন (২২)।

 

সূত্র জানায়, এক রোহিঙ্গাসহ দুই ব্যক্তি এলাকায় ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছে; এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক সালাহ উদ্দিন রাশেদ ও উপ-সহকারী পরিদর্শক রাম প্রসাদের নেতৃত্বে সঙ্গীয় সদস্য ও সেনাবাহিনীর সদস্যরা ঠান্ডারঝিরি এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের পাশ থেকে ৬৩৫পিচ ইয়াবাসহ অপেক্ষমান ২ বিক্রেতাকে হাতে নাতে আটক করে পুলিশ। এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।