পাবনার কৃতি সন্তান শাহাবুদ্দিন চুপ্পু কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২ তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত করায় ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মোঃ বাকিবিল্লার আয়োজনে আনন্দমিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । রবিবার (১২ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে ভাঙ্গুড়া উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, মোঃ আজাদ খান, সর্দার আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আকবর আলী, মন্ডতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক নয়ন আহম্মেদ সবুজ,ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুনসহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।