সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইল সদর ১২নং বিছালী ইউ‌নিয়ন, মির্জাপুর মাধ‌্যমিক বিদ‌্যালয় স্টু‌ডেন্টস`ফোরা‌মের উ‌দ্যো‌গে দুই হাজার পরিবারকে, ফ্লু জাতীয় ঔষধ বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:

নড়াইল সদর ১২নং বিছালী ইউ‌নিয়ন, মির্জাপুর মাধ‌্যমিক বিদ‌্যালয় স্টু‌ডেন্টস`ফোরা‌মের উ‌দ্যো‌গে দুই হাজার পরিবারকে, ফ্লু জাতীয় ঔষধ বিতরণ, ১২নং বিছালী ইউ‌নিয়নের চেয়ারম‌্যান ও মির্জাপুর প‌থিকৃৎ সংস‌দের সহায়ত‌ায় সদর উপ‌জেলার মির্জাপুর ও আড়পাড়া গ্রা‌মে ২০০০ প‌রিবা‌রের মধ‌্যে ফ্লু জাতীয় রোগ যেমন জ্বর,ঠান্ডা,স‌র্দি,কা‌শিতে কার্যকর হো‌মিওপ‌্যা‌থিক ঔষধ “আ‌র্সে‌নিক অ‌্যালবা-৩০” বিনামূ‌ল্যে বিতরণ করা হয় । মাননীয় চেয়ারম‌্যান শেখ আ‌নিসুল ইসলাম এ মহতী কা‌জের শুভ উ‌দ্বোধন ক‌রেন ।

 

তি‌নি” এ কা‌জে সং‌শ্লিষ্ট সকল‌কে ধন‌্যবাদ জ্ঞাপন ক‌রেন এবং বর্তমান বৈ‌শ্বিক মহামারী কো‌ভিড -১৯ সম্প‌র্কে সবাই‌কে স‌চেতন করার পরামর্শ প্রদান ক‌রেন । মির্জাপুর গ্রা‌মের হাদীউজ্জামান সুজ‌ন এবং আড়পাড়া গ্রা‌মের মোঃ নিয়া‌জের নেতৃ‌ত্বে ৩০ জন স্বেচ্ছা‌সেব‌কের মাধ‌্যমে এ ঔষধ বিতরণ কার্যক্রমটি প‌রিচা‌লিত হয়েছে, কার্যক্রম চলমান, প্রধান উ‌দ্যোক্তা ও পৃষ্ঠ‌পোষকতায় খাঁন গোলাম হো‌সেন ঝন্টু(সমরাস্ত্র কারখানা),মুনশী সো‌হেল রানা(‌শিক্ষক,নড়াইল সর.বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়), মাওলানা ম‌ফিজুর রহমান(ম‌্যা‌নেজার,ইসলা‌মি ব‌্যাংক,খুলনা), মাওলানা তৌ‌হিদুর রহমান(সহ.অধ‌্যাপক , খাজুরা ফা‌জিল মাদ্রাসা য‌শোর), মোঃ নিয়াজ( মাই‌ক্রোবা‌য়োল‌জিস্ট,খুলনা বিশ্ব‌বিদ‌্যালয়),শেখ হায়াতুর রহমান, প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।