বাংলা হবে রাষ্ট্রভাষা
সকল কর্ম কাজে,
সেই দাবিতে জীবন দিছে
ভাষা শহিদ ভাই’যে।
আজো ক্যানো অন্য ভাষা
হয়ে অধিক জাংলা।
গ্রাস করতে চায় আমার দেশের
রাষ্ট্রভাষা বাংলা।
ফেব্রুয়ারি আসলে দেশে
ভাষার গুণগান শুনি,
সতত বাংলা পঠন হবে
সেই আশায় দিন গুনি।
ইশকুল কলেজ আর মাদরাসায়
বাংলা পড়ুক ঢাবি,
বিশ্বে বাংলা ছড়ায় পড়ুক
এটাই সবার দাবি।