মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রূপপুর স্টেশন ও নতুন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
ব্রিটিশ আমলে নির্মিত প্রায় ৩৫ বছর ধরে বন্ধ থাকা বিনা পয়সার সেই ট্রেন ‘পাইলট’ চলাচলের বন্ধ থাকা রেল লাইন সংস্কার করে এবার সেই লাইন দিয়ে নতুন ট্রেনের আনুষ্ঠানিক চলা শুরু হলো নতুন স্টেশনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন করলেন নতুন এই ট্রেনের। একই সাথে ‘রূপপুর স্টেশন’ নামে নতুন একটি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী কর্তৃক ঈশ্বরদীর এই নতুন স্টেশন ও নতুন ট্রেনের উদ্বোধন উপলক্ষ্যে রূপপুর স্টেশন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনার সংরক্ষিত আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন,
পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমার তালুকদার, ঈশ্বরদী-রূপপুর বিদ্যুৎ কেন্দ্র রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হকসহ রেলের পশ্চিমাঞ্চল ও বিভাগীয় উর্ধতন কর্মকর্তাগণ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ইউএনও পিএম ইমরুল কায়েস ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সূধীবৃন্দ।
পাকশী রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই রেল স্টেশনটি ঈশ্বরদীর রূপপুরে বাস্তবায়নাধীন দেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের মালামাল ও যন্ত্রপাতি রেলপথে প্রকল্প এলাকায় পৌঁছানোর সুবিধার্থে নির্মিত হয়েছে।
নতুন এই রেলওয়ে স্টেশন ও পরিত্যাক্ত সেই রেললাইন সচল করে সে পথে আবারো ট্রেন চলাচল শুরু হলো। এই স্টেশন ঘিরে নির্মিত হয়েছে ২৬ কিলোমিটার নতুন রেললাইন।
এতে ব্যায় হয়েছে ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য সুষ্ঠ পরিবহণ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ঈশ্বরদী বাইপাস টেকঅফ পয়েন্ট থেকে রূপপুর প্রকল্প পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানান ঈশ্বরদী-রূপপুর বিদ্যুৎ কেন্দ্র রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুল হক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।