ও আমার দেশের মাটি,
দুই নয়নের মণি,
সোনা রুপার চেয়েও দামি
হৃদয় মাঝে টানি।
তোমার বুকে সাগর নদীর,
চলছে কত খেলা,
তাই দেখে জেলের ছেলের,
কেটে যায় বেলা।
মাঠে মাঠে দেখা কত
চমৎকার ফসল,
রাখাল ছেলের বাঁশির সুরে,
প্রকৃতি মাতাল।
শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অদ্ভুত জন্মভূমি – মো: মামুন মোল্যা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩