দেশের নানা প্রান্তে বসে
বই পুস্তকের মেলা,
শিশু-কিশোর সবার বই যে
শুধু বইয়ের খেলা।
স্টলে স্টলে সাজান থাকে
শত বইয়ের কলি,
লেখক পাঠক শুভাকাঙ্ক্ষী
সবাই বইয়ের অলি।
বই বিপণি ঘুরে দ্যাখে
লেখক পাঠক দলে,
নানা রকম বই কিনে সব
বাড়ি ছুটে চলে।
বই মেলাতে সবাই আসুন
থাকতে হাতে বেলা,
বইমেলা ভাই লেখক পাঠক
সবার মিলনমেলা।