সিরাজগঞ্জের তাড়াশে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে ১হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে শীতবস্ত্র কম্বল বিতরন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম তাজফুল ।
৫ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলার কুসুম্বী গ্রামে নিজ কার্যালয় থেকে দুস্থ অসহায় শীতার্তদের মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পেয়ে ৭৫ বছরের বৃদ্ধ গোলাম আলী জানান, এই শীতে আমি খুব কষ্ট করেছি। আমাদের দেখার কেউ নেই তাজফুল সাহেব আমাকে একটি কম্বল দিয়েছে আমি তার জন্য দোয়া করি সে যেন আগামীতে আরো বড় কিছু হতে পারে।
বিধবা নবীরন বেওয়া কম্বল পেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন আমাদের দেখার কেউ নেই। শীতে খুব কষ্ট করেছি তাজফুল বেটা আমাকে কম্বল দিয়েছে। আল্লাহ তাঁর ভালো করুক।
শরীফুল ইসলাম তাজফুল জনতার উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-অসহায় মানুষদের কথা ভেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ।তিনি অসহায় মানুষদের শীত মৌসুমের দুর্ভোগের কথা চিন্তা করে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন ।প্রতি বছরের ন্যায় আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা দোয়া করবেন যেন আগামীতে আপনাদের পাশে থাকতে পারি।