সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ২দিনে ৮টি সরকারি অনুমতি না নেওয়া ফসলী জমিতে পুকুর খনন বন্ধ ও একটি ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফসলী জমিতে মাটি কাটাকালে একটি এসকেভেটর মেশিন ব্যাটারি নষ্ট করে দেওয়া হয়েছে । উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, গত বৃহস্পতিবারও শুক্রবার উপজেলার ঘোনা কুচিয়ামারা, বাঙ্গালা, আগরপুর, রামকৃষ্ণপুর, নাইমুড়ি ও সলঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি অনুমতি না নেওয়া ফসলী জমিতে পুকুর খনন বন্ধ করে দিয়েছেন।
এছাড়া বিভিন্ন অভিযোগে সাদাফ ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ২দিনে রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার ভট্রমাঝুরিয়া, কালিকাপুর ও দক্ষিণ পুক্ষি গাছা এলাকায় পুকুর খনন বন্ধ ও একটি এসকেভেটর মেশিনের ব্যাটারী নষ্ট করে দিয়েছেন।