ঠাকুরগাঁওয়ের হরিপুর সিঙ্গাপুর প্রবাসীর ওমর ফারুক এর বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোররা কৌশল অবলম্বন করে ফ্লাট বাড়ীতে প্রবেশ করে মা ও স্ত্রী কে অজ্ঞান করে ৭ভরি স্বর্ণঅলংকার ও ৫০হাজার নগদ টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। অজ্ঞান অবস্থায় ওমর ফারুককের মা বানু(৫৫) ও তার স্ত্রী কামরুন নাহার(২০) রানীশংকৈল হাসপাতালে ভর্তি রয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার টেংরিয়া ঝারবাড়ী গ্রামের ওমর ফারুক এর বাড়ীতে। ওই বাড়িত প্রবাসীর বাবা আজগর আলী মা বানু ও স্ত্রী কামরুন নাহার থাকত। প্রবাসীর বাবা আজগর আলী বললেনপ্রতিদিনের মত তারা বৃহস্পতিবার রাত খাওয়া দাওয়া করে শুয়েপরে । তিনি ভোর বেলা ঘুমথেকে উঠে দেখে তাদের ঘরের দরজা খোলা এবং ঘরে শাশুরি ও বউ মাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান ও হরিপুর থানায় জানায়। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার সকাল ঘটনা পরির্দশন করা হয়েছে । বাদীর এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
হরিপুরে প্রবাসীর বাড়িতে চুরি
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩