এই দেশে ভাই বারমাস’ই
নানান রকম গাছে,
কিচিরমিচির সুরে সেথায়
পাখ-পাখালি নাচে।
এই দেশে ভাই বারমাস’ই
ফুল ও ফলের বাগে,
মৌমাছি আর প্রজাপতি
ছোটে সবার আগে।
এই দেশে ভাই বারমাস’ই
সকল কৃষি ক্ষেতে,
ফসল ফলায় হরেক রকম
কৃষক সুখ’ই পেতে।
এই দেশে ভাই বারমাস’ই
নদ-নদীর ঢেউ জলে,
জেলে হরেক মাছ ধরে ভাই
খলুই বালতি বলে।
এই দেশে ভাই বারমাস’ই
সকল ধর্ম জাতি,
শান্তি সুখে বাস করে সব
হয়ে বন্ধু সাথি।