মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জনপ্রতিনিধি সম্মাননা পদক পেলেন তাড়াশের বাবুল শেখ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ জেলায় শ্রেষ্ঠ জনপ্রতিধি সম্মাননা পদক পেলেন তাড়াশ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ। সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠার ৩৯ বছর উপলক্ষে দৈনিক কলম সৈনিক পত্রিকার আয়োজনে তাকে এই শ্রেষ্ঠ সম্মাননা পদক দেওয়া হয়।

যানা গেছে, মানুষ, মানুষের জন্য, সকল ধর্মের লোকজনদের সেবাই করাই আমার ধর্ম স্লোগানে ২০১৬ সালের ২৩ এপ্রিল তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জীবনের প্রথম বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হোন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এবং কাউরাইল গ্রামের সাধারন কৃষক মোঃ মুনজিল শেখের বড় ছেলে মোঃ বাবুল শেখ।

দিনে রাতে কঠোর পরিশ্রম আর মানুষের ভালবাসায় এগিয়ে চলতে থাকেন তিনি। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের সকল কাজ শতভাগ বাস্তবায়ন করে স্বর্ণ শিখরে পৌছেছেন তিনি। করোনাকালীন সময়ে মানুষের বাড়ী বাড়ী খাবার পৌছানো স্বীকৃতি সুরূপ তাকে তাড়াশ উপজেলার করোনা যোদ্ধাখ্যাত দিয়েছেন সাধারণ জনগন। অন্যদিকে, সবার মূখেই শোনা যায়, ডাকলে যাকে কাছে পাই, সেই তো মোদের বাবুল শেখ ভাই।

কোহিত গ্রামের মোঃ কাউসার সরকার বলেন, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের মতো জনপ্রতিনিধি সারা বাংলাদেশে থাকা দরকার। তিনি সর্বদাই মানুষের কল্যানে কাজ করেন।

খুটিগাছা গ্রামের মোঃ রেজাউল করিম বলেন, বাবুল শেখ খুব ভাল চেয়ারম্যান। এলাকার উন্নয়নে কোন কিছু বলতে দেরী হলেও দিতে দেরী হয় না। সাধ্যমত সকল সেবা সকল জনতার ঘরে ঘরে পৌছে দেন।

বাবুল শেখের বাবা মোঃ মুনজিল শেখ বলেন, আমার ছেলে বাবুল শেখ ছোট বেলা থেকেই মানুষের কল্যানে কাজ করে। ছাত্রজীবনে অনেক দিন আমার দেওয়া নতুন পোশাক অন্যকে উপহার দেওয়া দেখেছি। আমি জিজ্ঞাসা করলে সে বলতো, আব্বা আমি যাকে পোশাকটি দিলাম সে খুব খুশি হয়েছে। মানুষের মূখে হাসি দেখতে আমার খুব ভাল লাগে।

এবিষয়ে বাবুল শেখ জানান, আমি বঙ্গবন্ধু’র আদর্শে একজন মানুষ, আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার উন্নয়নে দিন-রাত্রি পরিশ্রম করে যাচ্ছি। আমি আমার জীবন, মানুষের সেবায় উৎসর্গ করেছি। আমার নিজস্ব বলতে, সকল জনগন। আমার স্বপ্ন বলতে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে জীবন উৎসর্গ, যতোদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততোদিন সকল মানুষের সেবা করবো। তিনি আরো বলেন, আমার জীবনে সকল পাওয়া, আমার জনগনের জন্য উৎস্বর্গ করেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।