মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরের অভয়নগরে ২০ হাজার ৩২৫টি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা সমীরন কুমার বিশ্বাস, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রজাতীর ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।