সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী ঢাকা-বগুড়া মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর থেকে হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা এলাকায় থেমে থেমে চলছে বাসসহ একাধিক গাড়ি।
চার লেন উন্নীতকরণ কাজ চলমান থাকায় উত্তরবঙ্গগামী গাড়ি চলাচলে এই বিঘ্ন ঘটেছে। মহাসড়কটির হাটিকুমরুল, সাহেবগঞ্জ, ঘুড়কা, ভুইয়াগাঁতী, চান্দাইকোনা এলাকায় রাস্তা সরু হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। এতে জনগণের চলাচলের জন্য অনেক সম্যসা হচ্ছে।
সকাল থেকেই গাড়ির ধীরগতি থাকায় উত্তরবঙ্গগামী কোনো এলাকার যানবাহন সঠিক সময়ে পৌঁছাতে পারছে না। যাত্রীরা জানিয়েছেন, ভোর থেকেই ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কেই অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে তাদের ভোগান্তি বাড়ছে।
ধীরগতির কারণ জানতে চাইলে হাটিকুমরুল হাইওয়ে থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ইমদাদুল হক বলেন, চার লেন উন্নীতকরণ কাজ চলমান ও রাস্তার বিভিন্ন জায়গা ভাঙা থাকায় ভোগান্তি দেখা দিয়েছে। তবে এসম্যসা অচিরেই সমাধান হবে।