শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিমান্তে প্রেম – কবি হাবিবুর রহমান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

তুহিন কৃষি কাজ করে। নদীতে মাছ ধরে। ছাত্র হিসেবেও ভালো। তার বাড়ি রাজশাহীতে। ভারত সিমান্তের কাছাকাছি সে প্রায়ই যায়। তার জমি গুলো সিমান্ত ঘেষে। দেখতে সুদর্শন। নৌকা নিয়ে তুহিন যিরো পয়েন্টে যায়। ওপারে সুন্দরী ললনা। তুহিনের মনে হয় সব ফুল যেন ওপারে। কাটাতারের ওপারে ফুল। সিমান্ত এলাকায় দু পক্ষের রক্ষী চোখে পড়েনা। প্রকৃতি সুন্দর।
সুন্দরী ললনা। চার চোখের দেখাদেখি। জোড়া ঠোঁটের আপসোস। তুহিন হাত নেড়ে টাটা দিল। মিচকলের মত। মেয়েটিও হাসি দিয়ে সাড়া দিল। পূজা দেয়ার মত। তুহিন এক পেয়ালায় জল পান করতে চায়। কিসের সিমান্ত,প্রেমের ঢেউ লেগে সব এক হয়ে গেছে।
দ্বিতীয় দিন তাদের পূণরায় শুভ দৃষ্টি। পরিচয় ঘটে। নিলিমা। তুহিনের পূজোর ফুল নিলিমা। দুজন দু নৌকায়। কাছাকাছি। হাত হাতকে স্পর্শ করে। মাঝখানে কাটাতার যেন কোলবালিশ। এ কোলবালিশ সরে গেলেই পূর্ণ মিলন। তুহিন নিলিমাকে শুধু দেখতেই থাকে। এমন ফুলে পূজো দিবে সে ভাবেনি। অতুলনীয় সুন্দরী। নিলিমাও লুকিয়ে প্রেম করে। লুকিয়ে লুকিয়ে দেখা করে। কেননা বান্ধবীরা জানলে তার ক্ষতি হয়ে যাবে। তুহিনকে মনে ধরেছে। সে এ দেবতার হাতেই তীরবৃদ্ধ হতে চায়। রক্তাক্ত হতে চায়। রাতেও ঘুম আসেনা নিলিমার। তার ভাংতে চায়। প্রেমের জলে ডুবে যেতে চায়।
মাস কেটে গেল। কোলবালিশটা সড়েনা। দুনৌকার যাত্রী এক নৌকায় উঠতে পারেনা।
নিলিমার খুব সখ এক নৌকায় ঠাঁই নিবেই। তারের ফাঁকে তাদের জোড়া ঠোঁটের মিলন ঘটে। শুধু আপসোস বাড়ে।
তারা ফিরে যায় যার যার বাড়ি।
নিলিমা ঘুমহীন। রাতের শুভ বিদায় হয়না।
সিদ্ধান্ত নেয় নিলিমা, প্রেমের সমাপ্তি চায়। কাটাতার নামক কোলবালিশ সড়িয়ে এক নৌকায় উঠতে চায়।
পরেরদিন সকালে তুহিন নিলিমার নৌকায় শুভ দর্শন।
নিলিমা কাটাতার পেরেয়ি নৌকায় আসে।
তুহিন ও নিলিমাকে বুকে জড়িয়ে নিল। ওপারে খালি নৌকা পরে রইলো। কাটাতার নামক কোল বালিশ প্রেমিক প্রেমিকার মাঝে নেই। ফুল পেয়ে দেবতার পূজো জমে গেল। ফুল ছাড়া জমে না। তুহিনের বাবা মা নিলিমাকে মেনে নিল। ঘর যেন আলোময়। তুহিন ও নিলিমা এক নৌকার যাত্রী। সিমান্তের ফুল তার ঘরে লাগিয়ে খুঁশি, প্রেমেই সুখ। প্রেম কোলবালিশ মানেনা, প্রেম সব বালিশ সড়িয়ে মিলন ঘটালো।

 

কবি হাবিবুর রহমান
সিংড়া,নাটোর,বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।