পাবনা আমিনপুর থানাধীন ঘনবসতি এলাকায় নিজ বসতবাড়ীতে অনৈতিক কর্মকান্ডের সময় খদ্দের ও যৌনকর্মী সহ বাড়ীর মালিক ও তার স্ত্রীকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ। আটককৃত ৪জনকে সাত দিনের করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত ১৭ই জানুয়ারী মঙ্গলবার সকালে পাবনা আমিনপুর থানাধীন নয়াবাড়ী গ্রাম থেকে তাদেরকে আটক করেন পুলিশ।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বেড়া উপজেলার সহকারী কমিশনার ভুমি রিজু তামান্না। এসময় এ ঘটনার সত্যতা পাওয়ায় বাড়ীর মালিক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোশারফ হোসেন ও তার স্ত্রী এবং একজন খদ্দের ও একজন যৌনকর্মী সহ মোট ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, বাড়ীর মালিক মোশারফ হোসেনের স্ত্রী দীর্ঘদিন যাবত তার নিজ বাড়িতে অর্থের বিনিময় এই অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন আমিনপুর থানা পুলিশকে বিষয়টি মুঠোফোনে অবগত করলে অভিযুক্ত মোশারফের বাড়ীতে অভিযান পরিচালনা করেন আমিনপুর থানা পুলিশ। এসময় হাতেনাতে খদ্দের ও যৌনকর্মী সহ বাড়ীর মালিক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোশারফ হোসেন এবং তার স্ত্রীকে আটক করে পুলিশ।
এদিকে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের দেয়া ৭ দিনের জেলের বিষয়টি মুহুর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী। সেই সাথে আমিনপুর থানা পুলিশ এবং সহকারী কমিশনার ভুমি রিজু তামান্নাকে ধন্যবাদ জানান তারা।add