নাটোরের বাগাতিপাড়ায় অসহায় ও দুস্থদের মাঝে মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ হল রুমে ও বিকেলে লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মীর আহমেদ আলী টুটুল। বিশেষ অতিথি ছিলেন, ‘দৈনিক এই নাটোর’ পত্রিকার সম্পাদক-বিশিষ্ট সাংবাদিক আরিফুল ইসলাম তপু, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান, সুপ্রিম কোর্টের এ্যাড. ও সোসাইটির উপদেষ্টা ফরিদ হোসেন ভূঁইয়া, সমাজসেবক ফরমান আলী মোল্লা এবং আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মেহেদী হাসান কাজল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ নসি, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম খাদেমুল ইসলাম ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক খোদেজা বেগম আল্লাদী প্রমুখ। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ ও লোকমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলে মোট ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সোমবার , ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই রজব, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩