চাঁদের মতোন মুখটি তাহার
নয়ন দুটি কালো,
সোনা রঙের দেহ খানি
দেখতে লাগে ভালো।
রোহান সোনা মাঝে মধ্যে
তাকায় মিষ্টি করে,
করলে প্রসাব পায়খানা সে
নড়াচড়া করে।
ঘুমের মাঝে রোহান সোনা
দিলে মুচকি হাসি,
সুখ পায় তার বাবা মায়ে আর
সুখ পায় দাদি মাসি।
আমরা সবাই দোয়া করি
রোহান সোনার জন্য,
সত্য পথে বেড়ে উঠে
জীবন করুক ধন্য।