রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় ৪ মাদক বিক্রিতা আটক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার সকালে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদেরকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া আকবর আলী কলেজ গেট থেকে একজনকে ও চরঘাটিনা মহল্লা থেকে ৩ জনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে ভ্রাম্যমাণ আদালত।

এরা হলেন – উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শ গ্রাম মহল্লার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে জাহিদ হাসান (২২), চরঘাটিনা মহল্লার মো. আব্দুল লতিফের ছেলে শাহীন রেজা (৩১), একই গ্রামের ছাইদার সরকারের ছেলে হাসেম সরকার (৩৫) ও রফিকুল ইসলামের ছেলে সুজন (২৩)।

আটককৃতদের কাছ থেকে ১২ গ্রাম গাঁজা ও ইয়াবা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শফিসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যগণ। প্রত্যক মাদককারীদের নগদ ২’শত টাকা জরিমানা ও দুই মাসের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।