মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনা-৩ এর এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের ৭৪ তম জন্মদিন পালন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাবনা-৩ (ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুর) এম পি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ পরিচালনায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোডাউন রোড দলীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মসজিদের প্রেশ ইমাম মাওলানা আশরাফ আলী।

আলহাজ্ব মোঃ মকবুল হোসেন জন্ম গ্রহণ করেছিলেন ১৯৫০সালের ২০ শে জানুয়ারি ভাঙ্গুড়া ইউনিয়নের সর্দার পাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা ছিলেন আলহাজ্ব মোঃ মহাসীন আলী ও মাতা আলহাজ্ব মেহেরুন নেছা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ দম্পতি। মকবুল হোসেন বাল্যকাল থেকেই তিনি ছিলেন মেধাবী ও পরোপোকারী স্বভাবের এক মানুষ। ১৯৫৭ সালের আরজী সরকারি প্রাথমিক শিক্ষা কৃতিত্বের সাথে শেষে করেন, ১৯৬৭ সালে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন ও ঢাকার জগন্নাথ কলেজ থেকে প্রথমে উচ্চ মাধ্যমিক ও পরে স্নাতক ডিগ্রী লাভ করেন। পরে পরিবার ও সমাজের জন্য কিছু করার লক্ষ্যে প্রথমে ব্যবসায় মনোনিবেশ করে এবং দীর্ঘ সময় ধরে তিনি ভাঙ্গুড়া বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।

তার পরপোকারী স্বভাবের কারণে গণদাবীর ফলে ১৯৮৫ সালের উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করে তিনি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। তখন থেকেই তিনি সক্রিয়ভাবে জনগণের পাশে সব সময় থেকেছেন। যার কারণে ১৯৯০ সালের দ্বিতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হন।

২০০৩ সালে তিনি কাউন্সিলের মাধ্যমে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন ,২০০৪ সালে পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব অর্জন করে । এ সময় পাবনা -৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)এলাকার জনগণকে সুসংগঠিত করে এ অঞ্চলের আওয়ামীলীগকে আরও শক্তিশালী করেন। ২০০৮সালের জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়ন দেয় এবং বিপুল ভোটে পাবনা -৩ এলাকার জনগণ তাকে বিজয়ী করেন জাতীয় সংসদে পাঠান। আবার ২০১৪ সালেও তিনি দলীয় মনোনয়নে দ্বিতীয় মোয়াদে নির্বাচিত হন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে আবারো দলীয় প্রতীক পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্তমানে তিনি পাবনা-৩ এর সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয়ের সভাপতির মত গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করছেন। এসময় তিনি এ অঞ্চলের মানুষের জন্য রাস্তা-ঘাট,ব্রীজ,কালভার্ট ,শিক্ষা স্বাস্থ্য,বৈদ্যুতিক ব্যবস্থা সহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন মুলক কাজ করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্র লীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,যুবলীগ ও ছাত্র লীগের নেতা কর্মী বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।